South east bank ad

শিবগঞ্জে গরু চুরির অভিযোগে নারী ট্রাক মালিক গ্রেফতার

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৭ অপরাহ্ন   |   সারাদেশ

শিবগঞ্জে গরু চুরির অভিযোগে নারী ট্রাক মালিক গ্রেফতার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার শিবগঞ্জে গরু চুরির অভিযোগে খাদিজা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের একটি কলাবাগান থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।  

খাদিজা বেগম ওই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রায় এক সপ্তাহ আগে মোকামতলা-জয়পুরহাট সড়কে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের রথবাড়ি এলাকার একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২২-৮২৪২) আটক করে পুলিশ। তদন্তে জানতে পারে সেই ট্রাকটির মালিক খাদিজা বেগম। খাদিজার স্বামী ইয়াসিন সেই ট্রাক দিয়ে চালক ও হেলপারকে সঙ্গে নিয়ে গরু চুরি করে বেড়াতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাদিজাকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খাদিজার স্বামী ইয়াছিন এলাকার নাম করা গরু চোর। স্ত্রীর ট্রাক নিয়ে সে নিয়মিত গরু চুরি করতো। খাদিজাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। 
BBS cable ad