South east bank ad

খুন-ডাকাতি মামলার আসামি ১০বছর পর গ্রেফতার

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৭ অপরাহ্ন   |   সারাদেশ

খুন-ডাকাতি মামলার আসামি ১০বছর পর গ্রেফতার
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

একাধিক খুন ও ডাকাতি মামলার দুই আসামী  ১০ বছর ধরে ফেরারি ছিলেন।পালিয়ে বেড়াচ্ছিলেন দীর্ঘদিন ধরে, শেষ পর্যন্ত নিজেদের পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেনি। অবশেষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ওসি রাশেদুজ্জামানের অভিযানে গ্রেফতার হয় তারা।

পুলিশ জানায়, আত্মগোপনে থাকা আসামীদের ধরতে রোববার রাতে পাগলা থানা পুলিশের একটি বিশেষ টিম গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে সোমবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে ১০ বছর আগের একাধিক হত্যা মামলার আসামী গফরগাঁওয়ের পাগলা থানাধীন বেলদিয়া গ্রামের রহমান ঢালীরা দুই ছেলে, ফিরোজ ঢালী (৪২),  ডাকাতি মামলার অন্যতম আসামী  ফজলু ঢালী (৪৫), ও মারামারি মামলার আসামী পাল্টিপাড়া গ্রামের সোহাগ মিয়াকে (৪৩) গ্রেফতার করে পুলিশ। 

ওসি রাশেদুজ্জামান বলেন, এটি পুলিশের একটি সফল অভিযান। গ্রেফতার হওয়া ফিরোজ ২০১১ সালের ২টি হত্যা মামলার আসামী ও ফজলু ডাকাতি মামলার পলাতক আসামী। দীর্ঘ প্রায় ১০ বছর পলাতক থাকার পর এদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হবে।
BBS cable ad