South east bank ad

ঢাকা মূলসড়কে কোনো ব্যাটারীচালিত রিক্সা চলতে পারবে না; ডিএনসিসি প্রশাসক

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

ঢাকা মূলসড়কে কোনো ব্যাটারীচালিত রিক্সা চলতে পারবে না; ডিএনসিসি প্রশাসক


রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরতে ও যানজট নিরসনে ঢাকা মূলসড়কে কোনো ব্যাটারীচালিত রিক্সা চলতে দেওয়া হবে না সেইসাথে অভ্যন্তরের সড়কে চলবে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারীচালিত রিক্সার (ই-রিক্সা) বললেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ব্যাটারীচালিত রিক্সার (ই-রিক্সা) এর স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের বিষয়ে হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যত করণীয় নির্ধারণ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, ব্যাটারীচালিত রিক্সার (ই-রিক্সা)র স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্পসময়ের মধ্যে একটি উচ্চ পর্যারের কমিটি ঘঠন করা হবে। 

সভায় বুয়েটের বিইপিআরসি ইজিবাইক প্রজেক্ট নতুন স্ট্যান্ডার্ডাইজ মডেলের তিন চাকার স্বল্প গতিতে ই-রিক্সার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন প্রস্তাবনা প্রণয়ন করেন। এই প্রস্তাবনা অনুযায়ী প্রোটোটাইপ প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহবান জানান। 

সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন, ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ, ব্যাটারীচালিত রিক্সার (ই-রিক্সা) প্রস্তুতকারী প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: