South east bank ad

বালুচরে চলতে সক্ষম গাড়ি রয়েছে ট্যুরিস্ট পুলিশের ভান্ডারে

 প্রকাশ: ০১ জুন ২০২১, ১২:২৯ পূর্বাহ্ন   |   ট্যুরিস্ট পুলিশ

বালুচরে চলতে সক্ষম গাড়ি রয়েছে ট্যুরিস্ট পুলিশের ভান্ডারে


কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য বালুচরে চলতে সক্ষম গাড়ি রয়েছে ট্যুরিস্ট পুলিশের ভান্ডারে। যখন  সৈকতের বালিয়াড়িতে চলাচলের উপযোগী কোনো যানবাহন ছিল না। ফলে সৈকতে পর্যটকদের নিরাপত্তা দিতে অনেক সময় বিপাকে পড়তে হতো ট্যুরিস্ট পুলিশ সদস্যদের।  ট্যুরিস্ট পুলিশের সদস্যদের টহল দিতে হতো হেঁটেই। এখন পুলিশ হেডকোয়ার্টার থেকে ছয়টি যানবাহন সরবরাহ করা হয় । এর মধ্যে দুটি জিপ ও চারটি বিচ বাইক। এগুলো বিদেশ থেকে কেনা হয়েছে। এসব গাড়ি সৈকতে পর্যটকদের নিরাপত্তায় দিনরাত ব্যবহার করবে পুলিশ।
 বিকেলে সৈকতের লাবণি পয়েন্টে নামলে দেখা যায় একাধিক গাড়ি নিয়ে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বালুচরে টহল দিচ্ছেন। সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টেও দেখা গেছে এসব গাড়ির টহল।
আধুনিক এসব গাড়ি চালানোর জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের ১০ জন সদস্যকে হেডকোয়ার্টারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একটি জিপে পাঁচজন এবং বিচ বাইকে দুজন করে দায়িত্ব পালন করতে পারবেন। গাড়িগুলো নিয়ে সৈকতের ডায়াবেটিক হাসপাতাল, লাবণি, সুগন্ধা, কলাতলী, দরিয়া নগর, হিমছড়ি ও ইনানি সৈকতে নিয়মিত টহল দেওয়া হবে।

BBS cable ad

ট্যুরিস্ট পুলিশ এর আরও খবর: