নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন

ধরা যাক আপনি কক্সবাজার বা কুয়াকাটা তে বেড়াতে গেছেন . সেখানে কেউ আপনার সঙ্গে বাটপারি বা খারাপ ব্যবহার করলো অথবা আপনাকে হয়রানি বা মেয়েদের কে ইভটিজিং করলো।
প্রথমেই “বেড়াতে আসছি , ঝামেলা করতে আসি নাই , অভিযোগ করে কি লাভ” এই সব ফাউল চিন্তা বাদ দিন। ওইসব চিন্তা ভাবনার দিন অনেক আগেই পার হয়ে গিয়েছে। ট্যুরিস্ট স্পট এ এখন আর ট্যুরিস্টদের হয়রানি করে কেউ পার পাবে না কারণ ট্যুরিস্ট পুলিশ আছে আপনাদের পাশে।
সন্দেহ থাকলে তাদের পেজ এর রিভিউ সেকশন ঘুরে আসুন (www.facebook.com/touristpolice.bd) আপনার ঝামেলা আমরা নিজেদের ঝামেলা মনে করে একশন এ যাবে সুতরাং নো টেনসন।
হয়রানি হবার সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের নাম্বারে (ছবি দেখুন ) বন্ধু মনে করে ফোন দিবেন। মাত্র ৫ মিনিটে একশন হবে এইরকম
ধরা যাক ওই মুহূর্তে ফোন দিতে পারলেন না। তাড়াতাড়ি ট্যুরিস্ট পুলিশের জোনাল অফিসে চলে আসুন। এড্ড্রেস ছবিতে দেওয়া আছে। খুব বেশি হলে ২০ /৩০ টাকা ভাড়া পড়বে। ট্যুরিস্ট পুলিশের অফিসে এসে চা খেতে খেতে একটা লিখিত অভিযোগ করুন। বেশি না ২০ মিনিট সময় লাগবে মাত্র। সঙ্গে সঙ্গে একশন হবে।