South east bank ad

নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন

 প্রকাশ: ২৮ মে ২০২১, ০৩:২০ অপরাহ্ন   |   ট্যুরিস্ট পুলিশ

নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন


ধরা যাক আপনি কক্সবাজার বা কুয়াকাটা তে বেড়াতে গেছেন . সেখানে কেউ আপনার সঙ্গে বাটপারি বা খারাপ ব্যবহার করলো অথবা আপনাকে হয়রানি বা মেয়েদের কে ইভটিজিং করলো। 

প্রথমেই “বেড়াতে আসছি , ঝামেলা করতে আসি নাই , অভিযোগ করে কি লাভ” এই সব ফাউল চিন্তা বাদ দিন। ওইসব চিন্তা ভাবনার দিন অনেক আগেই পার হয়ে গিয়েছে। ট্যুরিস্ট স্পট এ এখন আর ট্যুরিস্টদের হয়রানি করে কেউ পার পাবে না কারণ ট্যুরিস্ট পুলিশ আছে আপনাদের পাশে। 

সন্দেহ থাকলে তাদের পেজ এর রিভিউ সেকশন ঘুরে আসুন (www.facebook.com/touristpolice.bd) আপনার ঝামেলা আমরা নিজেদের ঝামেলা মনে করে একশন এ যাবে সুতরাং নো টেনসন।

হয়রানি হবার সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের নাম্বারে (ছবি দেখুন ) বন্ধু মনে করে ফোন দিবেন। মাত্র ৫ মিনিটে একশন হবে এইরকম 

ধরা যাক ওই মুহূর্তে ফোন দিতে পারলেন না। তাড়াতাড়ি ট্যুরিস্ট পুলিশের জোনাল অফিসে চলে আসুন। এড্ড্রেস ছবিতে দেওয়া আছে। খুব বেশি হলে ২০ /৩০ টাকা ভাড়া পড়বে। ট্যুরিস্ট পুলিশের অফিসে এসে চা খেতে খেতে একটা লিখিত অভিযোগ করুন। বেশি না ২০ মিনিট সময় লাগবে মাত্র। সঙ্গে সঙ্গে একশন হবে।

BBS cable ad

ট্যুরিস্ট পুলিশ এর আরও খবর: