ট্যুরিস্ট পুলিশ প্রধানের সঙ্গে কর্মকর্তাদের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারের কর্ম-সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ট্যুরিস্ট পুলিশ প্রধান এবং ট্যুরিস্ট পুলিশের সব অঞ্চলের পুলিশ সুপারদের মধ্যে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৫ জুন ২০২৩-২০২৪ অর্থ বছরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। এসময় ট্যুরিস্ট পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যুরিস্ট পুলিশ বলছে, সরকারের ঘোষিত নীতি ও কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সম্পদের যথাযথ ব্যবহারের নিমিত্ত ২০২৩-২০২৪ অর্থ বছর হতে সরকারি কর্ম-সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।