শিরোনাম

South east bank ad

হারিয়ে যাওয়া ২১ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ট্যুরিস্ট পুলিশ

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন   |   ট্যুরিস্ট পুলিশ

হারিয়ে যাওয়া ২১ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ট্যুরিস্ট পুলিশ
ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ মঙ্গলবার (৪ জুন) এসব শিশুকে তাদের পরিবারে হস্তান্তর করা হয়েছে। 

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা জানান, ঈদের পাঁচ দিনের ছুটিতে দেশী-বিদেশী পর্যটকদের নিরাপত্তা দেয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঘুরতে এসে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। 

মূলত ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচ দিনের সরকারি ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ছুটির দিনগুলোতে বিভিন্ন পর্যটন স্পটে মোট ১০ লাখ ৯১ হাজার ৮০৪ জন দেশী ও ২২৫ জন বিদেশী পর্যটক ভ্রমণে আসেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করেছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
BBS cable ad

ট্যুরিস্ট পুলিশ এর আরও খবর: