শিরোনাম

South east bank ad

বিদেশে প্রেস উইংয়ে রদবদল, চার কর্মকর্তাকে দেশে ফেরার সিদ্ধান্ত

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন   |   সরকার

বিদেশে প্রেস উইংয়ে রদবদল, চার কর্মকর্তাকে দেশে ফেরার সিদ্ধান্ত

 

বিদেশে প্রেস উইংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ মিশনের চার কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

ওই চার কর্মকর্তা হলেন—মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

গত ৭ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক উক্ত মিশনসমূহে নতুন কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছিল।
 
এতে আরও বলা হয়, বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংসে কর্মরত চার কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে সংশ্লিষ্ট মিশনসমূহে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশও জারি করা হয়েছে।
BBS cable ad

সরকার এর আরও খবর: