শিরোনাম

South east bank ad

অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি

প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

এতে আরো বলা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এ আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০তম ব্যাচের মোট ৪০৭ কর্মকর্তার মধ্যে ১১৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত সচিবের পদ রয়েছে মোট ৪১৮টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ২৮৫ কর্মকর্তা। নতুন ১১৮ কর্মকর্তার পদোন্নতিতে অতিরিক্ত সচিবের সংখ্যা হয়েছে ৪০৩।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: