শিরোনাম

South east bank ad

বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ, না হলে ব্যবস্থা নেবে সরকার

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ, না হলে ব্যবস্থা নেবে সরকার

আগামী ৩১ বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে কাছের থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রবিবার (১৮ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। ইসি ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন-প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ-সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।

এই আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

BBS cable ad