শিরোনাম

South east bank ad

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ ডিবির ওসি নিহত, স্ত্রী আহত

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন   |   পুলিশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ ডিবির ওসি নিহত, স্ত্রী আহত
 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। 

এ সময় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জেলা পুলিশ লাইন্সের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 
 
নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত ওসি তার প্রাইভেটকারটি রেখে গাজীপুর জেলা পুলিশ লাইন্সের গেইট সংলগ্ন দোকানে যান। পুলিশ লাইনের গেট বরাবর রাস্তা পার হয়ে উল্টাপাশে রাখা তাদের প্রাইভেট কারের কাছে যাওয়ার সময় গাজীপুরের চৌরাস্তা থেকে শিববাড়িগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নওগাঁর ওসি (ডিবি) ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওসিকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের স্ত্রী লতিফা জেসমিনকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা সংগঠনকারী বাসটি চালকসহ আটক করা হয়েছে। নিহতের ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

BBS cable ad