সরিয়ে দেওয়া হলো জিএমপি কমিশনার ড. নাজমুল করিমকে

নানা বিতর্ক ওঠাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রবিবার রাত বারোটার দিকে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, 'তাকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ২ তারিখ তাকে সদরদপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।'
সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক খবর প্রকাশ করে। তাতে বলা হয়, নাজমুল করিম খানের কর্মস্থল গাজীপুর হলেও তিনি প্রতিদিন ঢাকার গুলশান থেকে অফিস করেন। একইসাথে তিনি যে প্রাডো গাড়ি ব্যবহার করেন তা উৎকোচ হিসেবে নেওয়া হতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়। তাছাড়া তিনি যখন কর্মস্থলে যান বা গুলশানের বাসায় ফেরেন তখন উড়াল সেতুর যানচলাচল বন্ধ রাখা হয়। এতে সাধারণ মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়।
এদিকে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, 'এসব বিষয়ে জিএমপি কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।'
অন্যদিকে জিএমপি কমিশনার নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না, সে বিষয়ে অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
দুদক চেয়ারম্যানের কাছে গত ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ এ আবেদন জমা দেন। আবেদনে আগামী ৩০ দিনের মধ্যে অনুসন্ধান শুরু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
আবেদনে বলা হয়েছে, কমিশনার নাজমুল করিম খানের ব্যবহৃত সাদা প্রাডো গাড়িটি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে কি না তা দেখা দুদক আইনের তফশিলভুক্ত বিষয় এবং দুদকের এখতিয়ারভুক্ত। তাই এ বিষয়ে জরুরি তদন্ত প্রয়োজন।
জানা গেছে, বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা নাজমুল করিম খান। তিনি জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। নাজমুল করিম খান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসপি) হিসেবে ফরেনসিক বিভাগে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তৎকালীন সরকার।
ঢাকাটাইমসের হাতে আসা পুলিশ সদরদপ্তরের চিঠিতে বলা হয়, ''জিএমপি কমিশনার তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামী ২ সেপ্টেম্বর তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেয়া হলো।''