বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন এ ভয়াবহ অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণ

বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন এ ভয়াবহ অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণ
অদ্য ১৭ আগস্ট ২০২৫ তারিখে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন সেনা কল্যাণ টাওয়ার এর বিপরীত পাশে অবস্থিত ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন এ ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং তা দৃষ্টিগোচর হওয়া মাত্র সম্মানিত বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ফ্লাইটের ১৫ সদস্যের ০১টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ফ্লাইটের পাশাপাশি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০ মিনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।