শিরোনাম

South east bank ad

রাজধানীর যেসব জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন   |   পুলিশ

রাজধানীর যেসব জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে

• প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও সংলগ্ন এলাকা
• বাংলাদেশ সচিবালয় ও আশপাশের এলাকা
• হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
• কাকরাইল মসজিদ ক্রসিং
• অফিসার্স ক্লাব ক্রসিং
• মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকা

ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রয়োজনে পরবর্তীতে নতুন নির্দেশনাও দেওয়া হবে।

BBS cable ad