আফগানিস্তানে সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে মানবিক সহায়তার সামগ্রী প্রেরণ

অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে আফগানিস্তানে সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তার নিমিত্তে প্রয়োজনীয় সংখ্যক তাবু, কম্বল, শীতের কাপড়, বিশুদ্ধ পানি, শুষ্ক খাবার এবং ঔষধসহ সর্বমোট ১১.২২৭ টন মানবিক সহায়তার সামগ্রী আফগানিস্তানে পাঠানো হয়। উক্ত বিমানটি মানবিক সহায়তা সামগ্রী নিয়ে আফগানিস্তানের কাবুল শহরে সফলভাবে অবতরণ করে। এসময় আফগানিস্তান সরকারের পক্ষ থেকে Deputy Minister of Rural Rehabilitation and Development সহ অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তার ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
উল্লেখ্য যে, পরবর্তীতে বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি সফলভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করে।