শিরোনাম

South east bank ad

বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে চারজনের মৃত্যু

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে চারজনের মৃত্যু
 

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে গতকাল শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানাগেছে, নিহতদের মৃত্যুর পরে তাদের জানাজা সম্পন্ন করে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে আরও জানাগেছে, অতিরিক্ত ও বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মৃত ব্যক্তিরা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০) রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)৷ 

এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে রাজধানীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)।

এদিকে শুক্রবার মধ্য রাতে, টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
BBS cable ad