South east bank ad

যশোরের ০১ মাদক ব্যবসায়ী ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার নড়াইলে

 প্রকাশ: ১০ জুন ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন   |   থানার কথা

যশোরের ০১ মাদক ব্যবসায়ী ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার নড়াইলে

আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ০২ কেজি গাঁজাসহ যশোরের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন নড়াইল সদর থানা পুলিশ। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর সঠিক নির্দেশনায় নড়াইল সদর থানার  অফিসার ইনচার্জ শওকত কবির এর  নেতৃত্বে ওসি(অপারেশন) শিমুল কুমার দাস, এসআই অপু মিত্র, এএসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স রাসেল ও শরীফ সহ নড়াইল সদর থানাধীন হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে আসামির বর্তমান ঠিকানা বাগডাঙ্গা গ্রামের আসামির নিজ বসত বাড়ি থেকে মৃত ইমান আলীর ছেলে মাদক ব্যবসায়ী  এনায়েত সরদারকে  ০২(দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। আসামি এনায়েত সরদার যশোর জেলার বাঘারপাড়া থানার ধলগ্রাম ইউনিয়নের‌ ধলগ্রামের  স্থায়ী বাসিন্দা । 

গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে আইনী ব্যবস্থা  চলমান রয়েছে। নড়াইল সদর থানা সহ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: