শিরোনাম

South east bank ad

ওসিকে যুবলীগ নেতার হত্যার হুমকি, থানায় জিডি

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন   |   থানার কথা

ওসিকে যুবলীগ নেতার হত্যার হুমকি, থানায় জিডি


শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাজিরার স্থানীয় যুবলীগ নেতা মিথুন ঢালী। পরেরদিন তারা গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিল করে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালালে মিথুন ঢালী উপজেলার কুণ্ডেরচর এলাকার ফিরোজ খা'র বাড়িতে অবস্থান করে। এরপর সেখানে পুলিশ পুনরায় অভিযান চালালে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতারা পুলিশের উপর হামলা করার চেষ্টা করে এবং কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জাজিরা থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। আর ওই মামলার দুই নম্বর আসামি করা হয় যুবলীগ নেতা মিথুন ঢালীকে। আর এতেই ক্ষিপ্ত হয়ে মিথুন ঢালী শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলামকে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। 

এ ব্যাপারে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আ.লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আমরা এ ব্যাপারে সজাগ রয়েছি। তাছাড়া ফোন করে হুমকি দেয়ার বিষয়ে একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
BBS cable ad