শিরোনাম

South east bank ad

ঈদগাঁও থানায় প্রথম নারী ওসি হিসেবে যোগ দিলেন ফরিদা ইয়াসমিন

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন   |   থানার কথা

ঈদগাঁও থানায় প্রথম নারী ওসি হিসেবে যোগ দিলেন ফরিদা ইয়াসমিন


কক্সবাজারের ঈদগাঁও থানায় প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক ফরিদা ইয়াসমিন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ঈদগাঁও থানায় কোনো নারীকে ওসি হিসেবে পদায়ন করা হয়নি, ফলে ফরিদা ইয়াসমিনের এই যোগদান ঐতিহাসিক হিসেবে বিবেচিত হচ্ছে।


সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় তিনি থানায় পৌঁছালে বিদায়ী ওসি মো. মছিউর রহমানের নেতৃত্বে থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

ফরিদা ইয়াসমিন এর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে মালি ও কঙ্গোতে দুই দফা দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক এই অভিজ্ঞতা থেকে ফিরে তিনি ঈদগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন হন।


২০০৩ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ফরিদা ইয়াসমিন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি পরিদর্শক পদে উন্নীত হন। কক্সবাজার জেলার ৯টি থানায় পদায়ন হওয়া ওসিদের মধ্যে তিনি সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।

২০২০ সালে কক্সবাজার সদর থেকে পৃথক হয়ে ঈদগাঁও থানার যাত্রা শুরু হয়। ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁও সদর — এই পাঁচ ইউনিয়ন নিয়ে থানাটির প্রশাসনিক কাঠামো গঠিত।

নবনিযুক্ত ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘এটা আমার জন্য অপ্রত্যাশিত হলেও অত্যন্ত আনন্দের। কক্সবাজারে প্রথম নারী ওসি হিসেবে ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত। আমি চাই, ঈদগাঁও থানাকে একটি সেবা ও শৃঙ্খলার মডেল হিসেবে গড়ে তুলতে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’
BBS cable ad