South east bank ad

জনগণকে সচেতন করতে কঠোর অবস্থানে রাজবাড়ী হাইওয়ে পুলিশ ও পাংশা মডেল থানা পুলিশ

 প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৬:৪৪ অপরাহ্ন   |   থানার কথা

জনগণকে সচেতন করতে কঠোর অবস্থানে রাজবাড়ী হাইওয়ে পুলিশ ও পাংশা মডেল থানা পুলিশ
রাজবাড়ীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে গতকাল শনিবার ১০ জুলাই ২০২১ইং তারিখ সরকার ঘোষিত বিধি-নিষেধ ও চলাচল নিয়ন্ত্রণে এবং কঠোর লকডাউন যথাযথভবে বাস্তবায়নে পাংশা মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ তৎপর ছিল।

গতকাল শনিবার ১০ জুলাই সকালে ফদিপুর-গোয়ালন্দ মহাসড়কের সাইনবোর্ড বসস্তপুর এলাকায় মাদারীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. হামিদুল আলম (বিপিএম , পিপিএম) নির্দেশনায় হাইওয়ে পুলিশের চেকপোষ্ট সক্রিয় ছিল ।

বিশেষ চেকপোষ্টের সার্বিক কার্যক্রম তদারকিতে ছিলেন হাইওয়ে রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার ।

এসময় ফরিদপুর হাইওয়ে সার্কেলের দায়িত্বরত সহকারি পুলিশ সুপার মো. নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, আমাদের এই কার্যক্রম প্রতিদিনই চলবে এবং মাদারীপুর রিজিয়নের সার্কেলের অন্তর্ভুক্ত ৮টি ইউনিটে মোট ১০টি উভায় পাশে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে করিমপুর হাইওয়ে থানা ও আহালাদীপুর হাইওয়ে থানার দুটি পার্টির যৌথ চেকপোষ্ট পুলিশের কার্যক্রম চলমান রয়েছে । আমারা মূলত সরকারে নিদের্শনা অনুযায়ী চলমান লকডাউন বাস্তবায়নে সাধারন মানুষ যারা বাহিরে বের হচ্ছে তাদেকে পরামর্শ দিয়ে যাচ্ছি ঘর থেকে যেনো জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক বাইরে কেউ না বের হয় । এই মহামারি করোনার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না । নিজে সুস্থ্য থাকুন ও ঘরে থাকুন এবং পরিবারকে সুস্থ্য রাখুন । জরুরি পন্যবাহী পরিবহন ছাড়া কোনো গাড়ি মহাসড়ক ও হাইওয়ে সড়কে চলতে দেওয়া হবে না । তাই সবার প্রতি অনুরোধ করে বলেন সরকারের নিদের্শনা আমারা সবাই মেনে চলি ।

এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন আহালাদীপুর হাইওয়ে অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন , করিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সার্জেন্ট জয়েন্ত, সার্জেন্ট গৌরব রায়, এ এস আই মো. শরীফ মিয়া, এস আই আবুল খায়ের, এটি আই আনোয়ার হোসেন প্রমুখ।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: