South east bank ad

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৮:৩৮ অপরাহ্ন   |   থানার কথা

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী): 

কালুখালি উপজেলার সাউরাইল ইউনিয়নের বড় সাউরাইল এলাকা থেকে ৩জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ।

জানা গেছে, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জমানের দিক নির্দেশনা মোতাবেক কালুখালি থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ৬জুলাই মঙ্গলাবার দুপুর ১২.১৫মিনিটে পাংশা উপজেলার পিপুলবাড়ীয়া এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী চাদাঁবাজ তারু মন্ডলকে গ্রেফতার করা হয়।পরে আটককৃত তারু মন্ডলের দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগী মীর কাশেম ফকির(৩২) ও মজনু মন্ডল (৪৫)কে বড় সাওরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বড় সাওরাইল গ্রামের রশিদ শেখের বাড়ির লারকি ঘরের মাচায় ঘষির মধ্য থেকে একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার। 

পুলিশ সুপার শাকিলুজ্জামন বলেন, গত ২৯জুন রাত সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের মোঃ মোকছেদ আলী মন্ডল এর বাড়িতে একদল দুর্বৃত্ত নিজেদের মুখমন্ডল ঢেকে ২,০০,০০০/টাকা চাঁদা দাবী করে এবং বাদীর ছেলে আরিফুল ইসলাম আরিফ, ভাই আঃ সালাম, ভাতিজা সবুজকে মারপিট করা সহ ভয়ভীতি প্রদর্শণ করে।এঘটনার প্রেক্ষিতে কালুখালি থানায় একটি মামলা (নং১৮)তারিখ ৩০/০৬/২০২১ দায়ের করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো: সালাউদ্দিন আহমেদ, এনএসআই এর ডিডি শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার শাহা, সদর থানার ওসি শাহাদত হোসেন, কালুখালি থানার ওসি মোঃ নাজমুল হাসান প্রমুখ।

এসময় প্রেস ব্রিফিং এ প্রশ্ন উত্তরে অংশগ্রহন করেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, bdfinancialnewslive.com ও বাংলাদেশ পোস্ট এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম খন্দকার সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: