South east bank ad

মুকসুদপুরে ২৪ ঘন্টায় এক মামলার চার্জশিট দাখিল গ্রেফতার ১

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৯:৩৪ অপরাহ্ন   |   থানার কথা

মুকসুদপুরে ২৪ ঘন্টায় এক মামলার চার্জশিট দাখিল গ্রেফতার  ১

মেহের মামুন (গোপালগঞ্জ) :  

গোপালগঞ্জের মুকসুদপুরে এই প্রথম মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চার্যশিট দাখিল করে মামলা তদন্ত  শেষে প্রধান আসামীকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করেছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার সকালে মামলার প্রধান আসামী উপজেলার চাওচা গ্রামের তাজেল মিয়ার ছেলে  মিন্টু মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামীর মিন্টু মিয়ার ভাই রবি মিয়া ও তার স্ত্রী সুফিয়া বেগম। মুকসুদপুর থানার ওসি আবু মিয়ার নির্দেশনাক্রমে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুল হাসান  তাকে গ্রেফতার করে। 

অভিযোগে দেখা যায়, চাওচা গ্রামের তাজেল মিয়ার ছেলে ইছহাক মিয়ার সাথে তার আপন ভাই মিন্টু মিয়ার বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে শুক্রবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে উল্লেখিত আসামীগণ ইছহাক মিয়া, তার স্ত্রী পরি বেগম ও তার ছেলে বাবু মিয়াকে বেধড়ক মারপিট করে। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে ইছহাক মিয়া বাদী হয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের করে। 

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার চাওচা গ্রামে জমিাজমা সংক্রান্ত বিরোধের জেরে সহদোর দুই ভায়ের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিনে তাদের মধ্যে মারপিটের ঘটনায় মামলার বাদীসহ তিনজন আহত হয়। এই ঘটনায় মামলার বাদী ইছহাক মিয়া থানায় অভিযোগ দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করে চার্যশিট দাখিল করে মামলার প্রধান আসামী মিন্টু মিয়াকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।  
BBS cable ad

থানার কথা এর আরও খবর: