South east bank ad

ফরিদপুরের সালথায় মাদকসহ আটক ৩

 প্রকাশ: ২৫ জুন ২০২১, ০৮:৩৮ অপরাহ্ন   |   থানার কথা

ফরিদপুরের সালথায় মাদকসহ আটক ৩

জাকির হোসেন (সালথা):

ফরিদপুরের সালথায় মাদকসহ ৩ জনকে আটক করছে সালথা থানা পুলিশ। বৃহস্প‌তিবার (২৪ জুন) দিবাগত রা‌ত সাড়ে ৩ টার দিকে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে গাজা, ইয়াবা ও মাদক বি‌ক্রির টাকাসহ স্বামী স্ত্রীসহ ৩ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। 

সালথা থানা পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এর নেতৃ‌ত্বে শুক্রবার (২৫ জুন) রাত সা‌ড়ে ৩টার দি‌কে মাঝারদিয়া ইউ‌নিয়‌নের হো‌ড়েরকা‌ন্দি এলাকা হতে ১১০ পিস ইয়াবা, ৮ শত গ্রাম গাজা ও এক‌টি মোবাইলসহ ১ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ব‌্যা‌ক্তির নাম গফফার মোল‌্যা (৩০) সে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের হো‌ড়েরকা‌ন্দি এলাকার মোঃ আ‌লি মোল‌্যার ছে‌লে।

আটককৃত গফফার মোল‌্যা (৩০) প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে আ‌লো‌চিত কাগ‌দী বাজা‌রে ৬ দোকা‌নে চু‌রির সা‌থে জ‌ড়িত ব‌লে স্বীকার ক‌রে। চু‌রির ঘটনায় সে ১০৫০০/- টাকা ভা‌গে পায়, সেই টাকা হ‌তে ২৮০০/- টাকার গাজা ক্রয় ক‌রে  এবং চু‌রির  ৮২০০/- টাকা উদ্ধার ক‌রে পু‌লিশ

আরও জানা যায়, পৃথক আরও এক‌টি অ‌ভিযা‌নে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এর নেতৃ‌ত্বে শুক্রবার (২৫ জুন) ভোর রা‌তে সোনাপুর ইউ‌নিয়‌নের রা‌য়েরচর এলাকা থে‌কে স্বামী স্ত্রী‌কে ১২৫ পিস ইয়াবা, ইয়াবা বি‌ক্রির ৪১৫০/- টাকা ও দু‌টি মোবাইলসহ আটক ক‌রে সালথা থানা পু‌লিশ। আটককৃত স্বামীর নাম মোঃ র‌বিউল কাজী (২৭), সে উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের রা‌য়েরচর এলাকার আক্তার কাজীর ছে‌লে এবং স্ত্রী মোছাঃ ব‌বিতা বেগম (২২)। তারা দুজ‌নেই ঐ এলাকার বা‌সিন্দা।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, উভয় ঘটনায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা রুজু করা হ‌য়ে‌ছে। আটককৃত স্বামী-স্ত্রীসহ ৩‌ জন‌কে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। মাদ‌কের বিরু‌দ্ধে সালথা থানা পু‌লিশের এই অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: