South east bank ad

চুনারুঘাটে সিএনজি যোগে মাদক পাচার ১০ কেজিগাঁজা উদ্ধার আটক ১

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ১০:৪৬ অপরাহ্ন   |   থানার কথা

চুনারুঘাটে সিএনজি যোগে মাদক পাচার ১০ কেজিগাঁজা উদ্ধার আটক ১

নুর উদ্দিন সুমন(হবিগঞ্জ) : 

জেলার চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে সিএনজি যোগে মাদক পাচারকালে ১০ কেজিগাঁজা সহ  মো: আক্তার মিয়া (২৫) নামের এক যুবককে  আটক করেছে  পুলিশ। আক্তার উপজেলার ইকরতলী এলাকার  কাছম আলীর পুত্র। ১৬ জুন বুধবার বিকেলে আক্তারকে কারাগারে পাঠানো হয়।  এরআগে গতকাল মঙ্গলবার রাতে চুনারুঘাট থানার এসআই মো: আশিকুল ইসলামের নেতৃত্বে এএসআই সুহেল সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্ডিছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার গাড়ি তল্লাশী করে ১০ কেজিগাঁজ উদ্ধার করা হয়। এতে পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে  বলেন, মাদক কারবারীদের কাউকে ছাড় দেয়া হবেনা ।   মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। 

p
BBS cable ad

থানার কথা এর আরও খবর: