ফাহিম নোমান নাহীর আইবি গ্রাজুয়েশন সম্পন্ন

ফাহিম নোমান নাহী,বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ও নাহী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনিরা নোমান দম্পতির কনিষ্ঠ পুত্র।
অত্যন্ত মেধাবী ফাহিম নোমান নাহী ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (ISD) থেকে আইবি গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
গতকাল (০১/০৬/২০২৩ইং) গ্রাজুয়েশন অনুষ্ঠানে ফাহিমের বাবা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ও মাতা মনিরা নোমান সহ পরিবারে সবাই অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে তার শিক্ষক ও সহপাঠীরা তার অনাগত সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।