South east bank ad

৪৬ পণ্য আমদানিতে শুল্ক কর লাগবে না : এনবিআর

 প্রকাশ: ২৪ মে ২০২১, ০১:৫৩ পূর্বাহ্ন   |   এনবিআর

৪৬ পণ্য আমদানিতে শুল্ক কর লাগবে না : এনবিআর


মহামারী করোনাভাইরাস বা কভিড ১৯ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরির উপাদান, মাস্ক, সুরক্ষা পোশাকসহ ৪৬ ধরনের পণ্য আমদানিতে কোনো শুল্ক-কর লাগবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। গতকাল সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আমদানিকারককে বেশ কিছু শর্ত দিয়ে ৪৬ পণ্যে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। এনবিআর সদস্য (শুল্কনীতি) গোলাম কিবরিয়া গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রজ্ঞাপন মোতাবেক এসব পণ্য আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম ভ্যাট ও অগ্রিম কর দিতে হবে না। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন এসব পণ্য আমদানিকারকরা। হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রয়োজন হয়। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল আমদানি করলে দিতে হবে না কোনো শুল্ক। করোনার দুই ধরনের টেস্ট কিটস এবং ডায়াগনস্টিক টেস্ট যন্ত্রপাতিতেও থাকছে না কোনো শুল্ক -কর। এছাড়া এই পণ্যের তালিকায় আছে তিন স্তরের সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা পোশাক, প্লাস্টিক ফেস শিল্ডস, সার্জিক্যাল পোশাক, বিশেষ ওভেন স্যুট, মেডিকেল প্রটেকটিভ গিয়ার, সুরক্ষা চশমা ও ডিসইনফেকটেন্টস।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: