মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেপুলিশ সুপারের পুস্পস্তবক অর্পণ

বিডিএফএন লাইভ.কম
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দিবসের শুরুতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা সদরের পাটগুদাম মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ। এ সময় ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস বাঙালি জাতির মুক্তির মহান চিত্রপট। তাই পরম গৌরবের ২৬শে মার্চ আজ একটি তারিখ নয়, একটি অধ্যায়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের আহবানে সাড়া দিয়ে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা পৃথিবীর বুকে রক্তে এঁকেছি আমাদের মানচিত্র, স্বপ্নের মানচিত্র। এর মধ্য দিয়েই অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র-বাংলাদেশ। আমাদের দায়িত্ব একাত্তরের চেতনাকে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে একীভূত রেখে ঐতিহ্যের আপন আলোয় সিক্ত রাখা।
আমাদের নিরন্তর প্রেরণার উৎস মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চেতনা সমুন্নত রাখতে সচেষ্ট থাকবো, স্বাধীনতা দিবসে এই হোক অঙ্গীকার।