এপিএ ও জাতীয় শুদ্ধাচার সংক্রান্ত বিষয়ে দিনব্যাপী কর্মশালা

বিডিএফএন লাইভ.কম
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম-এর নির্দেশনায় এপিএ ও জাতীয় শুদ্ধাচার সংক্রান্ত বিষয়ে আইপি হেডকোয়ার্টার্স এবং বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দায়িত্বপ্রাপ্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আইপি হেডকোয়ার্টার্সের ট্রেনিং কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন আইপি হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) উত্তম কুমার পাল, পিপিএম।
কর্মশালায় এপিএ সংক্রান্ত চুক্তি প্রণয়ন, বাস্তবায়ন ও রিপোর্টিং এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও রিপোর্টিং সংক্রান্ত বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দদের প্রশিক্ষণ প্রদান করা হয়।