শিরোনাম

South east bank ad

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড শেয়ার করা হয়েছে।

ওই ফটোকার্ডে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে লেখা রয়েছে—‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।

প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে।

গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছে, গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।

একই সঙ্গে ওইদিন গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যাতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন ভোটাররা।

এদিকে গণভোটের সচেতনতা ও প্রচারণায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়।

BBS cable ad