শিরোনাম

South east bank ad

তৃতীয় দিনে ইসিতে আপিলের আবেদন ১৩৩টি

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

তৃতীয় দিনে ইসিতে আপিলের আবেদন ১৩৩টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে জমা পড়েছে আরো ১৩১টি আপিলের আবেদন। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে এসব আবেদনপত্র জমা দেওয়া হয়।

এ নিয়ে তিন দিনে আপিল আবেদনের সংখ্যা দাঁড়াল ২৯৫। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসাররা। এতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

গত সোমবার থেকে এই আপিল আবেদন শুরু হয়েছে।
এর আগে প্রথম দিনে আবেদন জমা পড়ে ৪২টি। দ্বিতীয় দিনে জমা পড়ে ১২২টি আবেদন। আর আজ তৃতীয় দিন আবেদন করা হয়েছে ১৩১টিতে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিলের আবেদন।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদনের শুনানি করে নিষ্পত্তি করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

২১ জানুয়ারি রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন এবং পরদিন ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। এরপর ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

BBS cable ad