শিরোনাম

South east bank ad

পদত্যাগের পর ফের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সায়েদুর

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন   |   মন্ত্রী

পদত্যাগের পর ফের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সায়েদুর

পদত্যাগ করার একদিন পর ফের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগের দিনে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।
 

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, সায়েদুর রহমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি গত ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। অবসরের সুবিধার নিশ্চিতের জন্য তিনি বিশেষ সহকারীর পথ থেকে পদত্যাগ করেছিলেন। অবসরের পর তাকে আবারও একই পদে নিয়োগ দেওয়া হলো।

বৃহস্পতিবার তাকে নিয়োগ দেওয়ার আদেশে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। রুলস অব বিজনেস অনুযায়ী তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।
 
বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: