আলফাডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, জন সাধারণের সমস্যা সমাধানে পুলিশের আশ্বাস

মোঃ তাজমিনউর রহমান (তুহিন ) আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 'পুলিশকে সহায়তা করি, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে সোমবার ১৮ আগষ্ট ২০২৫, বিকাল ৩ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনা এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া। আলফাডাঙ্গা থানার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, আজমীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম অতিথিদের স্বাগত জানান। এরপর শুরু হয় উন্মুক্ত আলোচনা পর্ব, যেখানে স্থানীয়রা নির্দ্বিধায় তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। রাস্তাঘাট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য, বাল্যবিবাহ, নারী নির্যাতন, এবং চাঁদাবাজিসহ নানা বিষয়ে তারা অভিযোগ ও মতামত দেন। এর প্রেক্ষিতে, উপস্থিত সকলে মিলে এসব সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি আরও বলেন যে, জনগণের সহযোগিতা ছাড়া কেবল পুলিশের পক্ষে একা কাজ করা সম্ভব নয়। তাই একটি সুন্দর সমাজ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।এমন আয়োজনের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব কমে আসে এবং পারস্পরিক সম্পর্ক জোরদার হয়। এটি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতেও সাহায্য করে, যা জনগণের মনে পুলিশের প্রতি আস্থা ও শ্রদ্ধাবোধ তৈরি করে। এর ফলে, সাধারণ মানুষের অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা সহজ হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসআই সুজন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রাম পুলিশের পক্ষে মোহাম্মদ বিলায়েত হোসেন, আলফাডাঙ্গা ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মোল্লা, আলফাডাঙ্গা সকল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান, সাবেক বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, সাবেক সদস্য সচিব নূর জামান খসরু, এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন হাফেজ মো. আব্দুর রহমান এবং গীতা থেকে পাঠ করেন শ্রী অমূল্য চন্দ্র সরকার।