মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ভেজালমুক্ত পণ্য এবং ঈদ যাত্রা নিরাপদ নিশ্চিতে আজ ০৫ মার্চ ২০২৫ খ্রিঃ বাজার কমিটি ও বাস মালিক এবং অটো মালিক কমিটির সাথে সভার আয়োজন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়।
উক্ত সভায় পুলিশ সুপার কুমিল্লা মহোদয় বাজার কমিটি এবং বাস মালিক কমিটির সাথে কথা বলেন। পুলিশ সুপার কুমিল্লা মহোদয় জানান অনুমোদিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা এবং ঈদ যাত্রা নিরাপদ ও কুমিল্লা শহরকে যানজট মুক্ত করার লক্ষে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়ন করা হবে।