আরএমপি ডিবির অভিযানে ১০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সোনাদীঘি মোড়ে অভিযান পরিচালনা করে ১০টি চোরাই মোবাইলসহ ১ চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: শহিদ (২৩)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ
থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মো: খায়রুল ইসলামের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ মে ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় রাজশাহী মহানগর
গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে
ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘী মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে
এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ৮ টায়
উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি শহিদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০টি
চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহিদ জানায় যে, সে দীর্ঘদিন ধরে ভারত
থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
মোবাইলের ফোনের কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।
শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনগুলো আনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ
ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।