South east bank ad

ভার্চুয়াল গণশুনানিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ভার্চুয়াল গণশুনানিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক
টাঙ্গাইলে ভার্চুয়ালের মাধ্যমে নাগরিকদের সেবায় গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসক। বুধবার (৮ নভেম্বর) সকাল থেকেই জেলা প্রশাসকের সভাকক্ষে এই ভার্চুয়ালের মাধ্যমে দূর-দূরান্ত থেকে নাগরিকরা যুক্ত হন। অপরদিকে নাগরিক সমাজ এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

জানা যায়, সপ্তাহে প্রতি বুধবার বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত এই গণশুনানি চলে। এই গণশুনানির জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসকের নেজারত শাখা থেকে। সেখানে উল্লেখ থাকে গণশুনানির পাশাপাশি এই প্রক্রিয়াকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রবাসী জেলা সদরের দূরের নাগরিকদের জন্য মোবাইল নম্বর ও ভার্চুয়ালে যুক্ত হওয়ার জন্য আইডি যা ৮৭২৫০১১২৫২৩ পাসওয়ার্ড ৯৬১৫৭৭ এবং মোবাইল নাম্বার ০১৭২৯৭১৩৬৭০ দেন।

সেবাগ্রহীতা মির্জাপুরের আনোয়ারা বেগম বলেন, আমি স্বামীহারা এক অসহায় নারী। আমার জমি আছে, ঘর নাই। ঘরের দাবি জানিয়ে তিনি জেলা প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

স্থানীয় নাগরিকরা বলেন, মানুষ এখন সরাসরি এসপি ও ডিসির কাছে গিয়ে সমস্যার কথা তুলে ধরতে চান। তারা ভাবেন এখানে হয়তো কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। তাই জেলা প্রশাসকের এই উদ্যোগকে নাগরিক সমাজ ভালো চোখে দেখছেন।

টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিমুদ্দিন বলেন, সপ্তাহে এক দিন টাঙ্গাইলের সাধারণ মানুষের জন্য এ ব্যবস্থা করা। এটি মানুষের মধ্যে সাড়া জাগাতে পারে। এ থেকে মানুষ অবশ্যই বিভিন্ন রকমের হয়রানি থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি আশা করি। তবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কাছে এই বার্তাটা পৌঁছানোর কাজও করতে হবে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম  বলেন, যারা বিদেশ থাকেন এবং দূরবর্তী এলাকায় অবস্থান করছেন, তাদের ভার্চুয়ালের মাধ্যমে সংযুক্ত করে সমস্যার কথা শুনে সমাধানের জন্য আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন বিভিন্ন সময়ে রিভিন্ন সমস্যা নিয়ে প্রায় শতাধিক নাগরিক অফিসে আসেন। তিনি মনে করেন, এ থেকে বিভিন্ন রকমের নৈরাজ্য ঠেকানো এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: