কুতুবদিয়ায় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং
গতকাল ২৮/০১/২০২৬ তারিখ (বুধবার) খ্রি. তারিখে উপজেলা নির্বাচন অফিস, কুতুবদিয়া, কক্সবাজার-এর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা, আচরণবিধি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ আঃ মান্নান, পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আজিজ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে তারা কুতুবদিয়ার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।


