শিরোনাম

South east bank ad

বিজয় মেলা–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

বিজয় মেলা–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত


 মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জনাব ড. মোঃ জিয়াউদ্দিন। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন। 

বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ​বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ 
মেলায় ৩২টি স্টলে থাকছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: