টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ৩
টঙ্গীতে দিনের বেলায় এক বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৩১ জানুয়ারি) র্যাব-১ এর মিডিয়া অফিসার মো. রাকিব হাসান, পিপিএম-সেবা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন—টঙ্গীর আনারকলি এলাকার মৃত রইছ মিয়ার ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৪) ও মধুমিতা রোডের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।
র্যাব জানায়, গত বছরের ১৩ আগস্ট বিকেলে টঙ্গীর মধুমিতা রোডে আরিফুর রহমান ও মো. আজাদ নামের দুজন বিকাশ কর্মীকে গুলি করে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ডাকাতি হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় ভুক্তভোগী মাইনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলার ছায়া তদন্ত করে র্যাব তিন আসামিকে গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদঘাটন করে। গ্রেপ্তার আসামিরা ডাকাতির কথা স্বীকার করেছেন।


