শিরোনাম

South east bank ad

চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক ২

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন   |   দেশ

চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক ২

পাবনার ভাঙ্গুড়ায় নির্মীয়মাণ ভবনে চাঁদা দাবির অভিযোগে মাসুদ রানা (৫৫) ও আব্দুল মালেক (৫৩) নামে দুই সহোদর আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটকরা পৌর শহরের ভাঙ্গুড়া রেলপাড়ার বাসিন্দা ও উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা। এ ঘটনায় ভবন মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নওশাদ আলী ভাঙ্গুড়া থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
আটক মাসুদ রানা একাধিক মাদক মামলায় কারাভোগ করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নওশাদ আলী পৌর শহরের ভাঙ্গুড়া বাজারে হাই স্কুল রোড এলাকায় সম্প্রতি ভবন নির্মাণ কাজ শুরু করেন। এর পর গত কয়েক দিন ধরে অভিযুক্ত সহোদর মাসুদ রানা ও আব্দুল মালেকসহ কয়েকজন ব্যক্তি নওশাদ আলীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
এরপরেও ওই সেনা সদস্য কাজ চালিয়ে যেতে থাকলে সোমবার অভিযুক্তরা নওশাদ আলীর ভবন নির্মাণকাজ বন্ধ করে দিতে যান এবং নানাভাবে ভয়ভীতি দেখান। এতে নিরুপায় হয়ে ওই সেনা সদস্য স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আব্দুল মালেক ও মাসুদ রানাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেখানে চাঁদাবাজির ঘটনা স্বীকার করায় আব্দুল মালেক ও মাসুদ রানাকে থানায় হস্তান্তর করা হয়।

 

BBS cable ad