সাভারে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
সাভারে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত যুবক জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করত।
থানা পুলিশ জানায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়া থাকত। ভুক্তভোগী শিশুটি ওই যুবককে মামা বলে ডাকত। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত রোকন মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে তার নিজের ঘরে নিয়ে যায়।
কার্টুন দেখানোর একপর্যায়ে ওই শিুশুকে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির মা তার মেয়েকে খুঁজতে রোকনের ঘরে প্রবেশ করলে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই যুবককে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে রাতেই তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


