শিরোনাম

South east bank ad

শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন
আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ।

সকাল ০৯.০০ ঘটিকায় মুন্সীগঞ্জ শহরে অবস্থিত বধ্যভূমিতে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় আরো পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, মুন্সীগঞ্জ পৌরসভা, সরকারি প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।

পুষ্পস্তবক শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: