শিরোনাম

South east bank ad

বড় মেয়েকে ‘শেষ বার্তা’ পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন   |   পুলিশ

বড় মেয়েকে ‘শেষ বার্তা’ পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে শফিকুল ইসলাম (৪২) নামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই রাসেল সর্দার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ভোরের দিকে ফাঁড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মৃত মন্নান মল্লিকের ছেলে। ২০১৩ সালে চাকরিতে যোগদান করেন তিনি। বর্তমানে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ব্যারাকে থাকতেন।

এসআই রাসেল সর্দার আরো জানান, শফিকুল ইসলাম ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে তার বাসায় মোবাইলে মেসেজ পাঠিয়েছিলেন।
মেয়ের কাছে পাঠানো মেসেজে তিনি লিখেছেন, তোর জন্য কিছু করে যেতে পারিনি।

BBS cable ad