ভোলা জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

০৮/১০/২০২৩ খ্রি. ভোলা জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনসত্তরের গনঅভ্যুত্থানের মহানায়ক, মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব তোফায়েল আহমেদ, এমপি,(ভোলা-১)।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফুজ্জামান।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আল-ফারুক মাহমুদ হোসাইন, ক্যাপ্টেন, বি এন, জোনাল কমান্ডার, দক্ষিণ জোন, কোস্ট গার্ড, জনাব মো: মাহিদুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, জনাব ডা. কে এম শফিকুজ্জামান, সিভিল সার্জন, জনাব মো: আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা, অনান্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাঈনুল হোসেন বিপ্লবসহ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানবৃন্দ, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।