South east bank ad

বগুড়ায় জেলা নদী রক্ষা কমিটির সভা

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

বগুড়ায় জেলা নদী রক্ষা কমিটির সভা
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়ায় জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠি এ সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

সভায় জেলা নদী রক্ষা কমিটির সদস্য সচিব  নিলুফা ইয়াসমিন, জেলায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে মিকাইল হুসাইন  ও বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা  শাজাহান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান,  চলতি সপ্তাহের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড করতোয়া নদী জরিপের মাধ্যমে নদী দখলদারদের চিহ্নিত করার পর উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে। পৌরসভার ড্রেন থেকে বর্জ্য নদীতে  পড়ে পানি দূষন করছে। সেজন্য  প্রয়োজনীয় উদ্যোগ নিতে পৌরসভাকে অনুরোধ করা হয়েছে। 

সভায় জানানো হয়, করতোয়া নদীর পানি প্রবাহ সচল রাখার জন্য ড্রেজিংয়ের উদ্যোগ নিতে ৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও, যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগের কথাও সভায় জানানো হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: