South east bank ad

দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক
বৃহস্পতিবার (২৭ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের কাছ থেকে নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন। এসময় দায়িত্ব পালনে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

উল্লেখ্য নারায়ণগঞ্জের দায়িত্ব নেয়ার আগে ২৭ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ১০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

সদ্যবিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ২০২১ সালের ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ২০ মাস তিনি নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: