শিরোনাম

South east bank ad

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

 
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

নিযুক্ত কর্মকর্তাদের আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ১১ ডিসেম্বর বিকেলের পর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ধরা হবে। যদি বদলি হওয়া কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকে, তাহলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: