গাজীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ আলম হোসেনের দায়িত্ব গ্রহণ
গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যার পর গাজীপুর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভঁ‚ইয়ার নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাজীপুরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ সিনিয়র কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মুতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) তানিয়া তাবাসসুম। এছাড়া জেলার সকল ইউএনও, এসিল্যান্ড, এনডিসি, আরডিসি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
দায়িত্বভার গ্রহণের পর নতুন জেলা প্রশাসক জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভ‚মি) এবং জেলা প্রশাসন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে গত ৮ নভেম্বর গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনকে বদলি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব করা হয়। একই সাথে ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে মো: আজাদ জাহান দায়িত্ব গ্রহণের আগেই তাঁর নিয়োগ নিয়ে প্রশাসনের ভেতরে সমালোচনা শুরু হলে পাঁচ দিন পরই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরে, ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় মোহাম্মদ আলম হোসেনকে গাজীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। গত রবিবার সন্ধ্যায় বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফীন দায়িত্ব হস্তান্তর করে গাজীপুর ত্যাগ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন (বিসিএস নং: ১৬১২৬)। তিনি ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। তাঁর বাড়ি ময়মনসিংহে। যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।


