শিরোনাম

South east bank ad

বান্দরবানের বাচ্চাসহ এক অসহায় নারীর খাবার, পোষাক, ডায়াপার, এবং সুচিকিৎসা ব‍্যবস্থা করার জন‍্য নির্দেশনা ডিসির

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

বান্দরবানের বাচ্চাসহ এক অসহায় নারীর খাবার, পোষাক, ডায়াপার, এবং সুচিকিৎসা ব‍্যবস্থা করার জন‍্য নির্দেশনা ডিসির
বাচ্চাসহ এক অসহায় নারী বান্দরবান সদরের ট্রাফিক মোড়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন এই খবর পেয়ে দ্রুত ছুটে যান বান্দরবান পার্বত‍্য জেলার মান‍্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম‍্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

জেলা প্রশাসক অসহায় নারীর খোঁজ খবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তার ও তার বাচ্চার খাবার, পোষাক, ডায়াপার, এবং সুচিকিৎসা ব‍্যবস্থা করার জন‍্য নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ‍্যমে নারী ও বাচ্চার পুনর্বাসনের ব‍্যবস্থা করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত‍্য জেলা, সহকারী কমিশনার(গোপনীয়), উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: