চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

দুই বছর পর উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। এতে ২-১ গোলে জয় পা্য় ফরিদগঞ্জ।।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘খেলাধুলা যেভাবে এগিয়ে যাবার কথা ছিল, নানা কারণে সেটা হয়নি। এ ব্যর্থতা আমাদের সবাকেই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ দেয়া, সেটাকে আমরা সামনে রেখে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।’
জেলা প্রশাসক বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা এই টুর্নামেন্ট। কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এ রকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার মেধাকে বিকশিত করে। আমাদের একটা যাত্রা শুরু হলো। টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়ম থেকে সরে মাঠমুখী হবে।’
চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা জামাতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১৯৮৪ সালে চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার পর দুই বছর বন্ধ ছিল। এই টুর্নামেন্টে জেলার আট উপজেলার আটটি দল অংশ নিচ্ছে।