শ্রীনগর সরকারি শিশু পরিবারের ৩৬ জন সদস্য অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স ঘুরে দেখেন

অদ্য ০২/০৯/২০২৫ তারিখ জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় শ্রীনগর সরকারি শিশু পরিবারের ৩৬ জন সদস্য মুন্সীগঞ্জ জেলার প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর কেল্লা এবং অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপরে কনফারেন্স রুমে তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিন উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব আলাল উদ্দিন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।